সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন দুই ওপেনার আলিক অ্যাথানেজ ও ব্র্যান্ডন কিং। নবম ওভারের দ্বিতীয় বলে অ্যাথানেজকে ফেরান রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৪ রান।
আরও পড়ুন: ভারত সিরিজ দিয়ে দলে ফিরলেন অধিনায়ক বাভুমা
দ্বিতীয় উইকেট জুটিতে ২৩ রান যোগ করেন ব্র্যান্ডন কিং ও শাই হোপ। তাসকিন আহমেদের বলে বড় শট খেলতে গিয়ে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্র্যান্ডন কিং। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৩ রান। পরের বলেই ফেরেন রাদারফোর্ড। উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।
তৃতীয় উইকেট জুটিতে শাই হোপ ও রোভম্যান পাওয়েল মিলে যোগ করেন ৪৬ বলে ৮৩ রান। দুজনেই শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। শাই হোপ নটআউট থাকেন ২৮ বলে ৪৬ রান করে। অন্য প্রান্তে ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন পাওয়েল। তাদের দুজনের ঝোড়ো ব্যাটিংয়েই নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ২টি উইকেট। আর রিশাদ হোসেন নেন ১ উইকেট।

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·