‘পাওনা টাকা’ নিয়ে পূর্ববিরোধে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

২ সপ্তাহ আগে
কক্সবাজারের রামুতে ‘পাওনা টাকা’ পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহত নবী হোসেন (৪৫) একই ইউনিয়নের পশ্চিম গনিয়াকাটা এলাকা আলী আকবরের ছেলে।


স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে গরু চোরাচালান আশঙ্কাজনক হারে বেড়েছে। আর গরু পাচারকে কেন্দ্র করে সীমান্তে কতিপয় দুর্বৃত্ত চক্র সক্রিয় রয়েছে। তার এলাকার কতিপয় লোকজনেরও ওই দুর্বৃত্ত চক্রের সঙ্গে যোগসাজশ রয়েছে।

আরও পড়ুন: ঈদের দুপুরে মহাসড়কে ঝরল বাবা-মেয়েসহ ৩ জনের প্রাণ

তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় গরু পাচারের পূর্ববিরোধকে কেন্দ্র করে নবী হোসেনের সঙ্গে তার আপন চাচাতো ভাই মোহাম্মদ হানিফসহ আরও ৩/৪ জনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নবী হোসেন ঘটনাস্থলে মারা যায়।’


এ নিয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ‘সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় টাকা পাওনাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুইপক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এখনও ঘটনাস্থলে অবস্থান করছে।’

আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় নিহত ২, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে পূর্ববিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে কী বিষয়ে টাকা পাওনা রয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। 


ওসি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ইমন কান্তি চৌধুরী।

]]>
সম্পূর্ণ পড়ুন