পাঁচ উইকেট নেওয়া পান্ডিয়াই যেখানে প্রথম

১ দিন আগে
টি-টোয়েন্টিতে শেষ ওভারে ৩০ বা তার বেশি রান নেওয়ার বহু নজির আছে। রান তাড়ার ক্ষেত্রেও কথাটি সত্য। আইপিএলে রিংকু সিং একাই শেষের ৫ বলে ৫ ছক্কায় দলকে জিতিয়েছিলেন। গতকাল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স শেষ দুই ওভারে পেয়েছিল ২৯ রানের লক্ষ্য, অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তিলক বার্মা ক্রিজে থাকলেও দলকে জেতাতে পারেননি।

লক্ষ্য তাড়ায় মুম্বাইয়ের ১৩ রানের কমতি হয়েছে। লখনৌর ২০৩ রানের জবাবে ১৯১ রান করেছে তারা। পান্ডিয়া ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। হারলেও এদিন একটি অনন্য কীর্তি গড়েছেন মুম্বাই অধিনায়ক। আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে নিয়েছেন ৫ উইকেট।


একানা স্টেডিয়ামে পান্ডিয়া টস জিতে লখনৌকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। ভিগনেশ ‍পুথুর মিচেল মার্শকে ৬০ রানে আউট করার পর অল্প সময় ব্যবধানে দুটি উইকেট তুলে নেন পান্ডিয়া।  নিকোলাস পুরানকে ১২ ও রিশভ পন্তকে ২ রানে সাজঘরে পাঠান তিনি। পান্ডিয়া আরও নেন এইডেন মারক্রাম, ডেভিড মিলার ও আকাশ দীপের উইকেট। বিনিময়ে খরচ করেন ৩৬ রান।


আরও পড়ুন: রাবাদা দেশে ফেরায় মোস্তাফিজের কি আইপিএল কপাল খুলবে?


২৯০ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টির ক্যারিয়ারে পান্ডিয়ার এটা প্রথম ফাইফার। ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে একবার ফাইফার পান তিনি।


রান তাড়ায় সঠিক পথেই ছিল মুম্বাই। ১০ ওভার শেষে ৩ উইকেটে তারা তুলেছিল ১০১ রান। শেষদিকে তিলক বার্মার কচ্ছপগতির ইনিংস মুম্বাইয়ের জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ২৩ বলে ২৫ রান করেন তিলক, বাধ্য হয়ে তাকে রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। কিন্তু মুম্বাই আর রান ও বলের ব্যবধান গুছিয়ে উঠতে পারেনি। ম্যাচটি ১২ রানে হারতে হয়। চার ম্যাচে এটা মুম্বাইয়ের তৃতীয় হার।

]]>
সম্পূর্ণ পড়ুন