রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। দুপুর ২টার পর জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
আবদেনকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন: ঢাকা বারের সাবেক সভাপতি সাইদির রহমাম মামিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নজরুল ইসলাম শামিমসহ বারের সাবেক সদস্যরা।
আরও পড়ুন: গণহত্যা: সাবেক এসি তানজিল ও ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে
গত ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।
এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। ৭ এপ্রিল তাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হচ্ছে।
]]>