চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে সুখবর দিলেন আনচেলত্তি

২২ ঘন্টা আগে
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের হতাশার দিনে সুখবর দিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফিরতে প্রস্তুত প্রথম ও দ্বিতীয় পছন্দের গোলরক্ষক।

আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লন্ডনে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গোলবারের দায়িত্ব সামলাতে এ ম্যাচে দলের সঙ্গে থিবো কোর্তোয়া ও আন্দ্রে লুনিনের দুজনই থাকবেন বলে জানিয়েছেন আনচেলত্তি।

 

আন্তর্জাতিক বিরতিতে বেলজিয়ামের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন দলের প্রধান গোলরক্ষক কোর্তোয়া। যার কারণে ক্লাবের হয়ে শেষ তিন ম্যাচ খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে লেগানেসের বিপক্ষে লিগ ম্যাচ আর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রে’র সেমিফাইনালে গোলবার সামলেছেন লুনিন। তবে মাংসপেশির অস্বস্তির কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে নিয়ে ঝুঁকি নেননি আনচেলত্তি।

 

আরও পড়ুন: কোচের নাক চেপে ধরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন মরিনহো

 

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে গোলবারে ছিলেন ১৯ বছর বয়সী ফ্র্যান গঞ্জালেজ। এ তরুণ রিয়ালের ‘বি’ টিম রিয়াল মাদ্রিদ কাস্টিলার হয়ে স্পেনের তৃতীয় বিভাগের লিগে খেলেন।

 

তবে আশার কথা, আর্সেনালের বিপক্ষে এ অনভিজ্ঞ গোলরক্ষককে নিয়ে ঝুঁকিতে থাকতে হবে না রিয়ালকে। প্রথম দুই পছন্দের গোলরক্ষক ফিরতে প্রস্তুত জানিয়ে আনচেলত্তি বলেন, ‘কোর্তোয়া ভালো অনুভব করছে। আমরা লুনিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। লন্ডনে দুজনকেই আমরা পাব।’

 

তবে দুশ্চিন্তা অন্য জায়গায়। চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরেছে রিয়াল। লিগ টেবিলের ১৫তম দলের বিপক্ষে হারের সে হতাশা কাটিয়ে তাদের লড়াই করতে হবে আর্সেনালের মতো বিগ জায়ান্টের বিপক্ষে। সেখানে কয়েকগুণ বেশি সামলাতে হবে আক্রমণ।

 

সেটা স্বীকার করে আনচেলত্তি বলেন, ‘এটা (ভ্যালেন্সিয়ার) তুলনায় ভিন্ন হবে। কারণ আর্সেনাল আরও বেশি আক্রমণ করবে।’

 

আরও পড়ুন: লিগ জিততে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আনচেলত্তি

 

অতীত রেকর্ডটাও রিয়ালের পক্ষে নেই। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল-আর্সেনাল। ২০০৫-০৬ মৌসুমে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ড্র করার পর দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরেছিল রিয়াল।

 

]]>
সম্পূর্ণ পড়ুন