ভারতীয় কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ‘আইসিস কাশ্মীর’ ইসলামিক স্টেটের একটি শাখা এবং তারা ভারত ও পাকিস্তানের অধিকারে থাকা দুই কাশ্মীরকে খিলাফতের অধীনে আনতে চায়।
ভারতের প্রধান কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমানে দলটির সদস্য। আর এই কারণেই সন্ত্রাসীরা তাকে টার্গেট করছে বলে দাবি করছে ভারতীয় মিডিয়াগুলো। ২০২১ সাল থেকে এ নিয়ে পাঁচবার মৃত্যু হুমকি পেলেন তিনি। ফলে দিল্লি পুলিশ ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে এএনআই বলছে, জিগনেশ সিং নামে একজন গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি গুজরাটের বাসিন্দা। শনিবার (২৬ এপ্রিল) গুজরাট পুলিশ তাকে গ্রেফতারও করেছে।
আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভের
পুলিশের তথ্য অনুযায়ী, ২১ বছর বয়সী জিগনেশ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গ্রেফতারের পর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিগনেশের পরিবারের দাবি, তিনি মানসিক রোগী। দিল্লি পুলিশ অবশ্য বিষয়টি তদন্ত করে দেখছে।
প্রসঙ্গত, পহেলগামে ২৬ পর্যটকের নিহত হওয়ার ঘটনা ঘটে গত ২২ এপ্রিল। ওই এলাকায় এমন একটি তৃণভূমি রয়েছে যেখানে কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়া দিয়ে যাওয়া যায়। একদল পর্যটক ওই এলাকায় বেড়াতে গিয়েছিলেন। তাদের মধ্যে ২৬ জন বন্দুকধারীদের গুলিতে নিহত হন।