পশ্চিমবঙ্গে ২৫ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল, মমতা সরকারের বড় ধাক্কা

১ সপ্তাহে আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় ২৫ হাজারের বেশি শিক্ষকের নিয়োগ বাতিল করেছে সুপ্রীম কোর্ট। দুর্নীতির অভিযোগে তাদের নিয়োগ বাতিল করা হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, এক বছর আগে কলকাতা হাইকোর্ট এই শিক্ষকদের নিয়োগ বাতিল করেন।  


কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে এই রায় দিলেন সুপ্রিম কোর্ট।

 

আরও পড়ুন:বিরোধীদের তীব্র আপত্তির মুখে ভারতের লোকসভায় ওয়াকফ বিল পাস

 

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অধীনে এই ২৫,০০০-এরও বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করা হয়েছে।

 

সুপ্রীম কোর্টের রায়ে বলা হয়েছে, এই ২৫ হাজারের বেশি শিক্ষকের পুরো নির্বাচন প্রক্রিয়া ‘কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে করা হয়েছে। এর মধ্য দিয়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং বৈধতা ‘ক্ষুণ্ন’ হয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ সালে রাজ্য-স্তরের নির্বাচন পরীক্ষায় ২৩ লক্ষেরও বেশি প্রার্থী অংশ নিয়েছিলেন। শূন্য পদের সংখ্যা ছিল ২৪,৬৪০টি। কিন্তু ২৫,৭৫৩টি নিয়োগপত্র জারি করা হয়েছিল। অভিযোগ করা হয়েছে যে, এই সুপারনিউমারিক (অস্থায়ী পদ) পদগুলো অবৈধ নিয়োগের মাধ্যমে করা হয়েছে।


আদালত এ বিষয়ে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছেন। যারা এই নতুন প্রক্রিয়ায় উত্তীর্ণ হবেন তাদের ২০১৬ সালে নিয়োগের পর থেকে নেয়া বেতন ফেরত দিতে হবে না। তবে যারা তা পারবেন না তাদের অবশ্যই ফেরত দিতে হবে। 


তবে আদালত প্রতিবন্ধীদের জন্য নিয়ম শিথিল করেছেন এবং বলেছেন যে তারা তাদের বর্তমান পদে কাজ চালিয়ে যেতে পারবেন।

 

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল বলে জানা গেছে।

 

আরও পড়ুন:ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

 

এদিকে, শিক্ষক নিয়োগের এই অনিয়মকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহ-নেতাসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই মামলায় জেলে রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন