পশ্চিমবঙ্গে বিতর্কিত ওয়াকফ আইনবিরোধী বিক্ষোভকালে নিহত ৩

১ সপ্তাহে আগে
বিতর্কিত ওয়াক্ফ আইন বাতিলের দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিক্ষোভকালে ছড়িয়ে পড়া সহিংসতায় তিনজন নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

গত ৮ এপ্রিল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের মধ্য দিয়ে ভারতের বহুল আলোচিত সংশোধিত ওয়াকফ আইন কার্যকর হয়। সেদিন থেকেই এই আইনের বৈধতা নিয়ে সরব হতে শুরু করেন দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। 

 

বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে বাড়ছে উত্তেজনা। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন বাতিলের দাবিতে রাজপথে নামেন শত শত মানুষ। এ সময় তাদের বাধা দিলে শুরু সংঘর্ষ।

 

দুক্ষেপের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিনত হয় আশপাশের এলাকা। পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ আহত হন অনেকে।

 

আরও পড়ুন: ভারতে ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ, প্রশাসনের বল প্রয়োগ!

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থলে পাঠানো হয় তিন ব্যাটালিয়ন অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় মোবাইল ইন্টারনেট। একযোগে ধুলিয়ানডাঙ্গা ও নিমতিতা স্টেশন অবরোধ করে রেললাইনে বসে পড়েন প্রায় পাঁচ হাজার আন্দোলনকারী।

 

মালদা, দক্ষিণ ২৪ পরগনার আমতলা, হুগলির চাঁপদানিসহ একাধিক এলাকায়ও ছড়িয়ে পড়ে উত্তেজনা। শনিবার (১২ এপ্রিল) পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আইন-শৃঙ্খলা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) জাভেদ শামীম বলেন, নিহতদের মধ্যে সংঘর্ষে দুজন এবং গুলিতে একজন নিহত হন।

 

পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক'সহ বিভিন্ন রাজ্যেও বিতর্ক ওয়াক্ফ আইনের প্রতিবাদে চলছে আন্দোলন। ভারতের মুসলিম নেতাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে মসজিদ, কবরস্থান ও দরগাহর মতো পবিত্র সম্পত্তি দখলের পথ খুলে দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: বিরোধীদের তীব্র আপত্তির মুখে ভারতের লোকসভায় ওয়াকফ বিল পাস

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন শাসনব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলেও মন্তব্য তাদের। ওয়াকফ আইন নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আগামী ১৬ এপ্রিল রাজ্যের মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

]]>
সম্পূর্ণ পড়ুন