পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করতে ভোট হওয়াকে ‘অপমান’ বললেন ভ্যান্স

৪ সপ্তাহ আগে
বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের পশ্চিম তীর সংযুক্ত করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন এবং এ বিষয়ে নেসেটের ভোটকে একটি বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভ্যান্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার বিরোধীতা করবেন এবং তা ঘটবে না। এছাড়া ইসরাইলি আইন প্রণেতাদের প্রাথমিকভাবে পার্লামেন্টে বিল অনুমোদনকে একটি বোকামি রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন ভ্যান্স।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ইসরাইলি আইন প্রণেতাদের কাছ থেকে প্রাথমিক অনুমোদন পায় বিলটি।

 

আরও পড়ুন:পশ্চিম তীরকে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের ‘সব সমর্থন’ হারাবে ইসরাইল, ট্রাম্পের হুমকি

 

ভোট সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন জিজ্ঞাসা করলে ভ্যান্স বলেন, ‘যদি এটি একটি রাজনৈতিক কৌশল হয়ে থাকে, তবে এটি খুবই বোকামি হবে। আমি ব্যক্তিগতভাবে এতে কিছুটা অপমান বোধ করি।’

 

ভ্যান্সের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিয়ে কথা বলেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল যে ভূখণ্ড দখল করেছিল, সেই অঞ্চলকে সংযুক্ত করার পদক্ষেপ ট্রাম্পের গাজা যুদ্ধের অবসানের পরিকল্পনাকে বিপন্ন করতে পারে, যা এখন পর্যন্ত একটি নড়বড়ে যুদ্ধবিরতি তৈরি করেছে।


এছাড়া ইসরাইলে দুই দিনের সফর শেষে ভ্যান্স বলেন, পশ্চিম তীর ইসরাইলের সাথে সংযুক্ত হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি হল পশ্চিম তীর সংযুক্ত করা হবে না। এটি সবসময় আমাদের নীতির মধ্যে থাকবে।


ইসরাইলের পার্লামেন্টে নেসেটে ১২০ জন আইনপ্রণেতার মধ্যে ২৫-২৪ ভোটে এই ভোটটি পাস হয়। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য চার ধাপে ভোটাভুটির প্রয়োজন। বুধবার ছিল এর প্রথম ধাপ।

 

আরও পড়ুন:ট্রাম্পের চাপে গাজায় যুদ্ধ থামাতে বাধ্য হন নেতানিয়াহু!


এই বিলে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সমর্থন নেই। যদিও জোট সরকারে থাকা ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এতে সমর্থন দিয়েছেন।


 

]]>
সম্পূর্ণ পড়ুন