পলাতক আসামি হতে পারবে না প্রার্থী, বাড়ল জামানত

৪ সপ্তাহ আগে
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী কোনো পলাতক আসামি প্রার্থী হতে পারবে না এবং প্রার্থীদের জামানতও বাড়িয়ে দ্বিগুণের বেশি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের অনুমোদন দেয়া হয়।

 

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব তথ্য জানান।

 

ব্রিফিংয়ে প্রার্থীদের যোগত্যার বিষয়ে তিনি বলেন, পলাতক ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করা হয়েছে। পলাতক হচ্ছে—আদালত যখন পলাতক ঘোষণা করে। এছাড়া এবার ভোটে প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান করা হয়েছে বলেও জানান আসিফ নজরুল।

 

তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ক্ষেত্রে ইভিএম সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী তথা প্রতিরক্ষা কর্মবিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

আরও পড়ুন: একক প্রার্থীর বিনাভোটে জয়ের সুযোগ নেই

 

এছাড়া সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের নতুন বিধানে প্রার্থীদের হলফনামায় এফিডেভিটের মাধ্যমে দেশি-বিদেশি আয়ের উৎসের বিবরণ দেয়ার বিধান যুক্ত করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন—প্রার্থীদের দেশি-বিদেশি আয়ের উৎস, সম্পত্তি, বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে। এটা ওয়েবসাইটে পাবলিশ করে দেন, সবাই জানবে কার কী সম্পত্তি। উনি নির্দেশ দিয়েছেন, এ সংক্রান্ত বিধান আইনে থাকবে।

 

সংশোধিত আরপিও-তে, জোটভুক্ত হলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান যুক্ত করা হয়েছে।

 

পোস্টাল ভোটের বিষয়ে তিনি বলেন, নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তি, প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের বিধান আরপিও যুক্ত করা হয়েছে। এবার আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু করা হচ্ছে। সেক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি কারা হেফাজতে থাকা, সরকারি কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তারাও ভোট দিতে পারবেন।

 

আরও পড়ুন: ইসিকে দেয়া বিএনপির ৩৬ দফা প্রস্তাবে যা আছে

 

ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার বিধানটিও যুক্ত করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

 

অনিয়ম বন্ধে ইসি প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে—এমন বিধানও যুক্ত করার তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা।

]]>
সম্পূর্ণ পড়ুন