কদিন পরই ঈদুল ফিতর। এ বছর লম্বা ছুটি। রাঙ্গামাটির স্পটগুলো রঙ তুলিতে নতুন রূপ নিচ্ছে। সংস্কার শেষে সারিবদ্ধভাবে বোটগুলো বেঁধে রাখা হয়েছে ঘাটে। প্রস্তুত হাউজ বোটও।
পাশাপাশি আঁকাবাঁকা পাহাড়ি পথ। শুনশান নীরব প্রকৃতি যেন তার সান্নিধ্যে ডাকছে পর্যটকদের। হোটেল, মোটেল আর রিসোর্টে চলছে আগাম বুকিং। হোটেল মালিকরা বলেন, হোটেল-মোটেলগুলোতে অগ্রিম বুকিং চলছে। পর্যটক বরণে প্রস্তুত সবাই।
আরও পড়ুন: ২৫ ফেব্রুয়ারি থেকেই সাজেকে যেতে পারবেন পর্যটকরা
পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের রাঙ্গামাটি জোনের পরিদর্শক এ কে এম মাহাবুবুল আলম বলেন, পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সাদা পোশাকেও নজরদারি অব্যাহত থাকবে।
ঈদের ছুটিতে রাঙ্গামাটিতে ৫০ হাজারের বেশি পর্যটকের আগমনের আশা পর্যটন সংশ্লিষ্টদের।