পর্দার কাবিলার মায়ের মৃত্যুতে আবেগঘন পোস্ট পলাশের

৩ দিন আগে
জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদের মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘কাবিলা’ খ্যাত তারকা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়ে জানান, একসময়ের জীবন্ত এক ছবি হঠাৎই স্মৃতি হয়ে গেল।

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্টে’ অভিনয় করেন গুলশান আরা। এ নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ এবং কাবিলার মায়ের চরিত্রে (নোয়াখালীর চেয়ারম্যান) অভিনয় করেন গুলশান আরা।

 

পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করা সহকর্মীর কথা মনে করে মঙ্গলবার (১৫ এপ্রিল) ফেসবুকে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র একটি দৃশ্যের ছবি আপলোড করেন পলাশ। ক্যাপশনে লেখেন, গুলশান আরা আহমেদ, আপনারা যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখেছেন তারা জানেন উনি কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

 

এরপর পলাশ আরও লেখেন, আপনাদের প্রিয় পলি চেয়ারম্যান। এই মানুষটি আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। খুব ব্যাথিত মন নিয়ে এই মৃত্যুর সংবাদ আপনাদের দিতে হলো।

 

আরও পড়ুন: ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন নিয়ে যা জানা গেল

 

সবশেষে এ অভিনেতা লেখেন, আপনারা তার জন্য দোয়া করবেন। একসময়ের জীবন্ত এক ছবি আজ স্মৃতি হয়ে গেল। ভাবতেই কষ্ট হচ্ছে। আল্লাহ পাক তাকে যেন বেহেশত নসীব করেন। আমিন।

 

আরও পড়ুন: ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার মা ছিলেন গুলশান আরা আহমেদ

 

হঠাৎ হার্ট অ্যাটাকের কারণে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী। চার দিন লাইফ সাপোর্টে (আইসিইউ) থাকার পর মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রী গুলশান আরা আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন গুণী এ অভিনেত্রী।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন