বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার বাপ্তা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
সিমি বাপ্তা মুছাকান্দি গ্রামের সাইফুল ইসলাম ফরাজি মেয়ে। এ বছর মাছুমা খামন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সিমি চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার গণিত ও আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে। বৃহস্পতিবার গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তবে আগের পরীক্ষা ভালো হয়নি তার। এ জন্য সিমির মন খারাপ ছিল। তাই বুধবার রাতে রেজাল্ট ভালো হবে না ভেবে চিরকুট লিখে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর
দীর্ঘ সময় ধরে সিমির সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে যান মা আকলিমা বেগম। মেয়ে রুমের দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকেন মা। পরে তিনি মেয়ের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান। মায়ের চিৎকারে আত্মীয় স্বজনরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা খারাপ হওয়ায় সিমি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পরিবার কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শিক্ষার্থীর মরদেহ স্বজনকে বুঝিয়ে দেয়া হয়েছে। বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।