বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকায় কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ।
তিনি জানান, গেলি ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই উৎপাদন চালিয়ে আসছিল। একাধিকবার নোটিশ দেয়ার পরও প্রতিষ্ঠানটি তা অগ্রাহ্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের কর্মকর্তারা। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে চীনের দুই নাগরিকের প্রতিষ্ঠিত এই কারখানা চালুর পর থেকেই এলাকার পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ে। আশপাশের গাছের পাতা ঝরে যাওয়া, কৃষিজমির ফসল নষ্ট হওয়া এবং ফলদ গাছ মরে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যাও বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
]]>