জানা যায়, জুলাই আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ গোলচত্বরে গুলিবিদ্ধ হন মাসুদ রানা। পরের দিন ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পরে নিজ গ্রাম কয়রাডাঙ্গায় দাফন কার্য সম্পন্ন করা হয়।
মাসুদ রানা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মাসুদ রানার মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য ঢাকা থেকে আসে মামলার তদন্তকারী কর্মকর্তা। কিন্তু পরিবারের আপত্তির কারণে মরদেহ কবর থেকে তোলা সম্ভব হয়নি।
আরও পড়ুন: গাজীপুরে মরদেহ উত্তোলনে প্রশাসনকে বাধা
সমাধিতে মরদেহ উত্তোলনের জন্য গেলে পরিবারের সদস্যরা এতে আপত্তি জানায়। তারা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈমের কাছে একটি আপত্তিনামা জমা দেন। এতে করে মাসুদ রানা মরদেহ উত্তোলন স্থগিত করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, মামলা তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ ও জেলা পুলিশের একটি টিম।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·