শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে নির্ভয়ে নির্বাচনে ভোট দেয়া। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে। যা শেষ হয়ে যায় তা সংস্কার না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।’
আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল
তিনি বলেন, ‘দল মতের পার্থক্য থাকবে, কিন্তু গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে সবাই, সেই ঐক্যকে ধরে রাখতে হবে। সংস্কারকে সবাই মিলে বাস্তবায়ন করতে হবে, সেটাই প্রত্যাশা।’
তারেক রহমান বলেন, ‘মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সমস্যা সমাধানে বসা হবে, আলোচনা হতে পারে। তবে ঐক্য ধরে রাখতে হবে যেনো ফ্যাসিবাদ আর কোনো সুযোগ না পায়।’