বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকে দুই পক্ষই সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর বিনিময় ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে সন্তোষ জানায়।
চলতি বছরের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এবং গত এপ্রিলে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিয়েছে বলেও জানান তারা।
আরও পড়ুন: মানবাধিকার নিয়ে কোনো বিষয় সামনে এলে সরকার বিবেচনায় নেয়: পররাষ্ট্র উপদেষ্টা
এ সময় উভয় পক্ষই আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ৯ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন। দীর্ঘ বিরতির পর এই বৈঠক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে দু’দেশ।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও আকাশপথে যোগাযোগ পুনরায় চালুর মতো বেশ কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেয় দুপক্ষ। সাক্ষাতে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারকে দায়িত্বকালীন সময়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·