পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর সাক্ষাৎ

৩ সপ্তাহ আগে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বৈঠকে উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বৈঠক শেষে গণমাধ্যমে এ ব্যাপারে কেউ কথা না বললেও পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুদেশের অংশীদারত্বকে এগিয়ে নিলে উভয় দেশের মানুষ উপকৃত হবেন।


এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীকে জানান, অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে এবং বাণিজ্য-বিনিয়োগে নতুন গতি সঞ্চার করতে পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) সহায়তা করবে।
 

আরও পড়ুন: সেনাপ্রধানের সাথে পাক যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ, যে আলোচনা হলো


উভয় নেতা দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক সম্পর্ক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন।


পররাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী উভয়েই অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


উল্লেখ্য, আলী পারভেজ মালিক ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি)-এর নবম বৈঠকে পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। ঢাকা সফরের সময় তিনি জ্বালানি এবং বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিন দিনের সরকারি সফর শেষে আজই ঢাকা ছাড়বেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী।

]]>
সম্পূর্ণ পড়ুন