পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন একই আদালত।

সোমবার (৫ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।


এর আগে দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।


আরও পড়ুন: পরমাণু শক্তি কমিশন /প্রধান উপদেষ্টার কাছে ১১ দাবি বিজ্ঞানী-কর্মচারীদের


আবেদনে বলা হয়, মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে সংস্থাটি জানতে পেরেছে, অভিযোগ ওঠা ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

]]>
সম্পূর্ণ পড়ুন