পদ্মায় ভেসে আসা ভারতীয় মরদেহ দুদিন পর হস্তান্তর

২ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় উদ্ধার হওয়া ভারতীয় এক নাগরিকের মরদেহ দুই দিন পর হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত দিয়ে ওই ভারতীয়র মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দুইদেশের পুলিশ, বিএসএফ সদস্যসহ বিজিবিরাও উপস্থিত ছিলেন।
 

এসব তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। মারা যাওয়া ভারতীয় নাগরিকের নাম হিরো মণ্ডল। তার বয়স ২৬ বছর। তিনি ভারতের মালদা জেলার সুজাপুরের কালাচাঁদ মণ্ডলের ছেলে।
 

এ বিষয়ে গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান বলেন, হিরো মণ্ডল পেশায় একজন জেলে। গত ২৩ আগষ্ট মাছ ধরতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন। সেখান থেকে স্রোত ভাসতে ভাসতে গত সোমবার (২৫ আগষ্ট) পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: ভারত থেকে পদ্মায় ভেসে এলো অ্যাসিডে পোড়ানো দুই বাংলাদেশির মরদেহ

তিনি আরও জানান,  এ নিয়ে বৈশবনগর থানায় নিখোঁজ ডায়েরী করেন তার পরিবারের সদস্যরা। ভারতীয় ওই নাগরিকের পরিচয় শনাক্তের পরই বুধবার দুপুরে শিবগঞ্জের শিংনগর সীমান্ত এলাকা দিয়ে ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ভারতের বৈশবনগর থানা পুলিশ, বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন বলেও জানান ওসি।
 

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্বারের খবর পেয়ে বিএসএফ আমাদের সাথে যোগাযোগ করে। ভারতের স্থানীয় থানায় নিহতের নিখোঁজ সাধারণ ডায়েরী করা ছিল। এর সূত্র ধরেই গতকাল (মঙ্গলবার) বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আজ (বুধবার) দুপুরে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন