পদ্মায় ধরা পড়ল বিরল বাঙ্গস মাছ, বিক্রি কত দামে?

২ দিন আগে
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের বাঙলা দুয়ারি জালে ৩ কেজি ৮০০ গ্রাম ওজনের বিরল প্রজাতির একটি বাঙ্গস মাছ ধরা পড়েছে। মাছটি ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান জেলে করম আলী। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

 

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জেলে করম আলীর বাঙলা দুয়ারি জালে বিরল প্রজাতির বাঙ্গস মাছটি ধরা পড়ে। জেলে করম আলী মাছটি বিক্রির জন্য হালিমের আড়তে নিয়ে আসেন। পরে নিলামে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ৪ হাজার ৯৪০ টাকায় মাছটি কিনে নিই।’

 

আরও পড়ুন: কুয়াকাটায় ধরা পড়ল বিরল বাদুড় মাছ, বিক্রি কত দামে?

 

শাহজাহান শেখ আরও বলেন, ‘পরে মোবাইল ফোনে যোগাযোগ করে উত্তরার এক ব্যবসায়ীর কাছে মাছটি এক হাজার ৫০০ টাকা কেজি দরে ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থাপনায় মাছটি পাঠিয়েও দিয়েছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন