বুমরাহকে জার্সি উপহার দিলেন ইব্রাহিমোভিচ

২ ঘন্টা আগে
ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ'র পছন্দের একজন ফুটবলার সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচ। সেই ইব্রা থেকেই উপহার পেয়েছেন বুমরাহ। তার পাশাপাশি বুমরাহ'র জন্য বার্তাও পাঠিয়েছেন সুইডিশ এই তারকা।

বুমরাহকে নিজ হাতে সই করা এসি মিলানের জার্সি, সঙ্গে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন জলাতান। ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় এই পেসার।


সামাজিক যোগাযোগমাধ্যমে বুমরাহ ইব্রার সই করা সেই এসি মিলানের লাল-কালো জার্সিটির ছবিও শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘ভাষায় প্রকাশ করার মতো না।’


আরও পড়ুন: তিন সেঞ্চুরি হাঁকিয়েও গিলের জন্য কপাল পুড়ছে স্যামসনের! 


সুইডেনের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার মনে করা হয় ইব্রাহিমোভিচকে। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আয়াক্সের মতো ইউরোপের সব বিখ্যাত ক্লাবে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার শীর্ষ পর্যায়ের ফুটবলে ৮৬৬ ম্যাচ খেলে করেছেন ৫৭৩ গোল। ২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেন ইব্রা।


ইব্রাহিমোভিচের কতটা ভক্ত তা প্রমাণ মেলে যখন তিনি অবসর নেন। ২০২৩ সালে ইব্রার অবসরে আবেগঘন বার্তা দিয়েছিলেন ভারতের এই পেসার। ফলে ইব্রা থেকে এই জার্সি পেয়ে তিনি কতটা খুশি তা বুঝাই যাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন