পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজ খাতু বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।


এরআগে, বুধবার বিকেলে একই এলাকায় নৌকাডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন।


নিহত খাতু বেগম শেরপুর জেলার পলাইসা পশ্চিমপাড়া গ্রামের মৃত নাফিজ উদ্দিনের মেয়ে ও মৃত আসা মিয়ার স্ত্রী।


আরও পড়ুন: গাইবান্ধায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বর্তমানে কলমা ইউনিয়নের ভরাকর গ্রামের মাসুদ শেখের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।


লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন