শনিবার (২৯ মার্চ) সকালে সরেজমিনে দেখা গেছে, ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্ন পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন। দুটি লেনে মোটরসাইকেলসহ ৯ লেনে মানুষ সেতুতে প্রবেশ করছে।
চৈত্রের দাবদাহ থেকে বাঁচতে অনেকেই ভোর বেলাতেই রওনা দেন। তাই সকালে পদ্মা সেতুর টোল প্লাজায় লম্বা লাইন দেখা যায়। মোটরসাইকেল, প্রাইভেটকার, জিপ, মাইক্রো, বাস-ট্রাক সব ধরনের যানবাহনই সেতু পারাপার হচ্ছে। কখনো কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ নানা পরিকল্পনা নিয়েছে।
আরও পড়ুন: ঈদযাত্রা / ঢাকা-সিলেট মহাসড়কে র্যাবের টহল জোরদার
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ মার্চ) পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যান পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল পার হয় প্রায় এক হাজার। এদিন টোল আদায় হয় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার টাকারও বেশি।
আরও পড়ুন: ঈদযাত্রা / ট্রেনের ছাদ থেকে নামিয়ে দেয়া হচ্ছে যাত্রীদের
জানা যায়, ঈদযাত্র নির্বিঘ্ন করতে সেনাবাহিনী মাঠে রয়েছে। এ ছাড়া ৪০০ পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।
]]>