পদ্মা ব্লোয়িং শ্রমিক নেতাদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

৫ দিন আগে
পদ্মা ব্লোয়িং শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বরিশালের রূপাতলি থেকে পদ্মা ব্লোয়িং লিমিটেড কারখানা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতৃত্বে ১০টি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
 

পদযাত্রা শেষে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে শ্রমিকরা প্রায় এক ঘন্টা বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে জনদুর্ভোগ বিবেচনায় শ্রমিকরা আসামীদের ধরার জন্য ৪৮ ঘণ্টা আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।


আগামী ৪৮ ঘণ্টা বরিশালের সব কারখানায় পদ্মা ব্লোয়িং শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর হামলার প্রতিবাদে শ্রমিকদের কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানান নেতারা। ৪৮ ঘণ্টার মধ্যে আসামিরা গ্রেফতার না হলে বরিশালের সব কারখানায় কর্মবিরতি পালনের হুঁশিয়ারি জানান নেতারা।

আরও পড়ুন: বরিশালে শ্রমিক নেতাদের ওপর হামলা, আহত ৭

পদযাত্রা শেষে সমাবেশে পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের (রেজি নং বরিশাল ৬৩) সভাপতি জসিম গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার উপদেষ্টা বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি নং খুলনা ২৩২৪), সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন( রেজি নং বরিশাল ৪৮) এর সহ সভাপতি মো. ইমরান , রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের(রেজি নং বরিশাল ৫৩) সভাপতি মো. মজিদ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার্স শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজি নং বরিশাল ৫৪) সভাপতি সেলিম সর্দার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের (রেজি নং বরিশাল ৬১) সভাপতি সোনিয়া বেগম, খান সন্স টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের (রেজি নং বরিশাল ৬৬) সভাপতি সবুজ হাওলাদার, অপসোস্যালাইন শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) সভাপতি মিজানুর রহমান, গ্লোবাল ক্যাপসুলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, বরিশাল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন(রেজি নং বরিশাল ১৬) সভাপতি মো. আবু তাহের মৃধা, ইজিবাইক সংগ্রাম পরিষদের সংগঠক রমজান আকন প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন