পদ্মা দিয়ে ভাসিয়ে আনা ৭ ভারতীয় মহিষ জব্দ

৪ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা সাতটি মহিষ জব্দ করেছে বিজিবি। মহিষগুলোকে পদ্মা নদী দিয়ে ভাসিয়ে আনা হয়েছিল।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে জেলার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের রাণীনগর থেকে মহিষগুলো জব্দ করা হয়েছে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ তথ্যের ভিত্তিতে ভোর সোয়া ৬টার দিকে চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল রাণীনগরে অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় চারটি মহিষ জব্দ করে। পরে নদীর মধ্যবর্তী চর থেকে জব্দ করা হয় আরও তিনটি মহিষ। জব্দ মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানায় বিজিবি৷


আরও পড়ুন: সিলেট সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় গরু ও মহিষের চালান আটক


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে অবৈধ ও চোরাচালানের গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি বাস্তবায়নে চেষ্টা করছে বিজিবি।

]]>
সম্পূর্ণ পড়ুন