পতৌদি ট্রফি অবসরে পাঠানোর পরিকল্পনা ইংল্যান্ডের

২ সপ্তাহ আগে
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার সিরিজের মতোই ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ পতৌদি ট্রফি। বোর্ডার-গাভাস্কার উভয় দেশে আয়োজিত হলেও পতৌদি ট্রফি আয়োজিত হয় শুধু ইংল্যান্ডে। আগামী জুন-জুলাইয়ের সিরিজ শেষে এ ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পতৌদি পরিবারের নামানুসারে ট্রফির এ নামকরণ। ভারত ও ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একমাত্র ক্রিকেটার ইফতিখার আলী খান পতৌদি। তার ছেলে মনসুর আলী খান পতৌদি আবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাকে ভারতের সেরা অধিনায়কদের একজন মনে করা হয়। যিনি ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।

 

ভারত ও ইংল্যান্ডকের মধ্যকার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০০৭ সাল থেকে পতৌদি পরিবারের শ্রদ্ধায় এ ট্রফির নামে টেস্ট সিরিজ আয়োজন করে ইংল্যান্ড। আবার ভারত যখন ইংল্যান্ডকে আতিথেয়তা দেয়, তখন সিরিজের নাম হয় অ্যান্থোনি দে মেললো (ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম প্রতিষ্ঠাতা) ট্রফি।

 

আরও পড়ুন: পুরানো কর্তারাই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্বে

 

তবে পতৌদি ট্রফি নামের সিরিজ আর বেশিদিন আয়োজন না করার পরিকল্পনা করছে ইংল্যান্ড। আগামী জুন-জুলাইয়ে ভারতকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আতিথেয়তা দেয়ার মাধ্যমে এ ট্রফির ইতি টানা হতে পারে। নিজেদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

 

এ বিষয়ে ইসিবির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না বললেও এমনটাই ইঙ্গিত করা হচ্ছে বলে দাবি ক্রিকবাজের। ধারণা করা হচ্ছে, পতৌদি নাম পরিবর্তন করে সমসাময়িক দুই দেশের কিংবদন্তির নামে হতে পারে নতুন ট্রফির নাম। যেমন বোর্ডার-গাভাস্কার ট্রফি, যেটা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে থাকে।

 

আরও পড়ুন:  পাকিস্তানের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানের মানুষেরই ভালোবাসা পাচ্ছেন আব্বাস

]]>
সম্পূর্ণ পড়ুন