কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, ২০২১ সালে রাকিবুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এসময় তার এক হাত কব্জির কাছ থেকে কেটে ফেলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল মারা যান। এই ঘটনার পর থেকেই আসামি নুরুজ্জামান পলাতক ছিলেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বুধবার (১৪ মে) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে বৃহস্পতিবার রাতে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। একইদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।