পটুয়াখালীতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

২ সপ্তাহ আগে
‘এইচএসসি’র পর ডিপ্লোমা নাই- ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই’ স্লোগান নিয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (৪ মে) বেলা ১২ টায ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি, পটুয়াখালী জেলা শাখার আয়েজনে শহরের ঝাউতলা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 


এসময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দেন এবং প্লাকার্ড প্রদর্শন করেন। 

আরও পড়ুন: ঢাকায় নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলা প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাস করার পর নার্সিং ডিপ্লোমা অর্জন করতে হয়। অন্যরা এইচএসসির পর ডিগ্রির মর্যাদা অর্জন করলেও নার্সরা তা পায় না। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি জানান তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন