পটুয়াখালীতে এনসিপির কেন্দ্রীয় নেতার তোরণে আগুন

২ দিন আগে
পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের সমর্থনে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে বাউফল পৌরসভার পশ্চিম সীমানায় নির্মিত তোরণটিতে আগুন দেয়া হয়। এতে তোরণটির অংশ বিশেষ পুড়ে যায়। তোরণটিতে লেখা ছিল— আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনকে এমপি হিসেবে দেখতে চাই।


ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই আগুন দিয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আরও পড়ুন: শরীয়তপুরে এনসিপি নেতার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘বাউফলে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের নিন্দনীয় ঘটনা ঘটানো হয়েছে। আগুন দিয়ে তোরণ পোড়ানো যাবে, কিন্তু মানুষের ভালোবাসা পোড়ানো যাবে না। আমাদের দমিয়ে রাখা যাবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।’


বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন