পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

৫ দিন আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আসিফের মৃত্যুর ঘটনায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ হাসপাতাল কম্পাউন্ডে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।


সোমবার (১৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আসিফ বন্ধুদের সঙ্গে দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 


শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নিলেও ইমারজেন্সি ও আইসিইউতে কোনো চিকিৎসক ছিল না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যার কিছু আগে আসিফকে মৃত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ভেঙে যাচ্ছে পটুয়াখালীর মির্জাগঞ্জ সড়ক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো ভিসি ড. হেমায়েত জাহান জানান, ‘আসিফের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ হাসপাতাল উপস্থিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ড.  কাজী রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্কন মো. খালেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

]]>
সম্পূর্ণ পড়ুন