শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার পরশ আলীর ছেলে। একই সময় আহত হয়েছেন পাশ্ববর্তী দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার মৃত নেহাজ উদ্দীনের ছেলে মোজাফফর এবং অপু শেখের ছেলে আশিকুজ্জামান শামীম। তারা সকলেই জাতীয় রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের দেবীডুবা ইউনিয়ন শাখার সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মেহের আলী, মোজাফফর এবং আশিকুজ্জামান শামীম মহান মে দিবস উপলক্ষে জাতীয় রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণ করার জন্য দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথে লক্ষিরহাট চৌরাস্তায় পঞ্চগড়গামী একটি পিকআপভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যান। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেহের আলীকে মৃত ঘোষণা করেন। এসময় গুরতর আহত অবস্থায় মোজাফফরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং আশিকুজ্জামান শামীমকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, প্রাথমিক সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।