পঞ্চগড়ে ঝড়ো বাতাসের সঙ্গে ঝরল স্বস্তির বৃষ্টি

১ সপ্তাহে আগে
তীব্র তাপপ্রবাহের মাঝে উত্তরের জেলা পঞ্চগড়ে কালবৈশাখীর প্রভাব দেখা দিয়েছে। একইসঙ্গে ঝড়ো বাতাসের সাথে ঝরেছে স্বস্তির বৃষ্টি।

রোববার (১১ মে) সন্ধ্যা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত বিচ্ছিন্নভাবে জেলা সদরসহ তেঁতুলিয়া উপজেলায় ঝড়সহ বৃষ্টিপাত নামে। এ সময় তেমন ক্ষয়ক্ষতিসহ কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিভিন্ন স্থানে কিছু সংখ্যক গাছ ভেঙে পড়ে থাকতে দেখা গেছে।


এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াসের মাঝে কালবৈশাখী ঝড়ের সঙ্গে হঠাৎ এই ঝড় বৃষ্টি দেখা দেয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮ থেকে ২০ কিলোমিটার। অপরদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ মিলিমিটার।

আরও পড়ুন: রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সঙ্গে ঠান্ডা বাতাস

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সময় সংবাদকে বলেন, তীব্র তাপপ্রবাহের পর সন্ধ্যা থেকে কালবৈশাখীর প্রভাব নিয়ে বিচ্ছিন্নভাবে হঠাৎ ঝড়বৃষ্টি নেমেছে। আবারও বিচ্ছিন্নভাবে ঝড়োবৃষ্টি দেখা দিতে পারে। তবে আগামী ১৫ মের পর থেকে আরও বৃষ্টিপাত নামবে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন