বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বড়শশী কোম্পানির কমান্ডার সুবেদার আলী আজাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের মেইন পিলার ৭৭৯ হতে ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তিনটি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়; যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: সিলেটে ১২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
এ ছাড়া একই দিন ভোরে জয়ধরভাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ৭৬০ এর ৪৫ নম্বর সাবপিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ১০ হাজার ৪০০ টাকার ২৩ কেজি ভারতীয় আঙুর এবং এক কেজি জিরা জব্দ করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিজিবির সদর দফতরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাাহিকতায় গরু, আঙুর ও জিরা জব্দ করা হয়। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।