পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

৩ সপ্তাহ আগে
পঞ্চগড়ের পৃৃথক উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছাপড়াঝাড় গ্রামে ও পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো, তোড়িয়া ইউনিয়নের ছাপড়াঝাড় গ্রামের চৈতন্য দেবের ছেলে অপূর্ব (৮) ও পঞ্চগড়ের দেওয়ানহাট জমভিটা এলাকার সেকেন্দার আলীর ছেলে শুকুর আলী (৫০)।

আরও পড়ুন:  ডিউটি শেষে ফেরার পথে বাসচাপায় পুলিশ সার্জেন্ট নিহত

তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ সময় সংবাদকে বলেন, ‘বাড়ির বাইরে রাস্তার পাশে খেলা করছিল শিশু অপূর্ব। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করে।


এদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল এলাকায় মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় শুকুর আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় সময় সংবাদকে বলেন, ‘স্থানীয়রা বলছেন শুকুর আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। একই সঙ্গে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাতনামা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন