‘পকেটমারের’ সাজা মাথা ন্যাড়া করে হিন্দি গানে নাচ!

৩ সপ্তাহ আগে
ঝালকাঠির একটি গ্রাম্য বাজারে পকেটমারের অভিযোগে এক ব্যক্তির মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয়রা। সাজা হিসেবে তাকে হিন্দি গানের সঙ্গে নাচানো হয়েছে। পরে তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে।

শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, দুপুরে বাজারের লোকজন ওই ব্যক্তিকে নলছিটি থানায় সোপর্দ করেছে। পকেটমারে অভিযুক্ত ব্যক্তির নাম স্বপন গাজি (৪৫)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার প্রয়াত জালাল গাজীর ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আরও পড়ুন: ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা সাঁতরে পালানোর চেষ্টা, জনতার পিটুনিতে গেল প্রাণ

ওই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন