নড়াইলে সেনা চেকপোস্টে লক্ষাধিক টাকা জরিমানা, ১২ মোটরসাইকেল আটক

৪ সপ্তাহ আগে
নড়াইলের সদরে সেনাবাহিনীর চেকপোস্ট তল্লাশি কালে ১২টি মোটরসাইকেল আটকের পাশাপাশি জরিমানা করা হয়েছে লক্ষাধিক টাকা।

শুক্রবার(২৪ অক্টোবর) বিকেলে শহরতলীর হাতির বাগান এলাকায় চেকপোস্ট বসায় সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প। তাদের সঙ্গে যোগ দেয় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।


অভিযান চলাকালীন এক মধ্য বয়স্ক ভদ্রলোক মোটরসাইকেল হেলমটে পরিহিত অবস্থায় কিন্তু সামনে তার ৩ বছর বয়স্ক ফুটফুটে এক বাচ্চা। চেকপোস্ট অতিক্রম করার সময়ে ওই ভদ্রলোককে দাঁড়ানোর জন্য হাত উঁচু করলেন এক সেনা কর্মকর্তা।


সেনা কর্মকর্তা ওই ভদ্রলোকের উদ্দেশ্যে বলেন, 'আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আপনি মাথায় হেলমেট পরেছেন, গাড়ির কাগজ ও সবই ঠিক আছে। আপনি একজন ভালো চালক সেটাও মানছি কিন্তু যেকোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। আপনার ছোট্ট পরীটার মাথায় হেলমেট নেই! পড়ে গিয়ে বেঁচে থাকলেও মুখে তো দাগ হয়ে যেতে পারে। কোনো কারণে পরীটার মুখে দাগ হলে, সেটা কি ভালো দেখাবে?'


নাম-পরিচয় মূখ্য নয়, ভদ্রতার সঙ্গে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান সেনা কর্মকর্তাদের। অপারাধ ভেদে জরিমানা গুণতে হলো মোটরসাইকেল চালকদের। বিদেশি নাগরিকের পাশাপাশি এ তালিকায় ছাড় দেয়া হয়নি সেনাবাহিনী- পুলিশ সদস্যসহ কোনো সরকারি কর্মচারীকেও।


আরও পড়ুন: সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান: নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল


সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সম্প্রতি বেড়ে যাওয়া মোটরসাইকেল চুরি রোধে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করা হয় বলে জানায় অভিযানে থাকা সদস্যরা।


এ বিষয়ে নড়াইল  ট্রফিক বিভাগের পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন) এ এম এম কামরুল ইসলাম সময় সংবাদকে বলেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৩৩টি মোটরসাইকেলর চালককে জরিমানা করা হয় ১ লাখ ২২ হাজার টাকা। আর বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ১২টি মোটরসাইকেল। সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন