নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ম শ্রেণির শিক্ষার্থী নিহত

৬ দিন আগে
নড়াইল সদরে আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ৬ জন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে নড়াইল-খুলনা আঞ্চলিক সড়কের গোবরা সোনাডাঙা মসজিদের পাশের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অপু বিশ্বাস নড়াইল সদরের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সিংগা শোলপুর গ্রামের নাথু বিশ্বাসের ছেলে।

 

আহতরা হল: অপুর বন্ধু সাকিব (২০), মোটরসাইকেল চালক কালিয়া উপজেলার গোয়ালবাড়ী গ্রামের নারায়ণ বিশ্বাস (২৮), লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের সুকদেব কুমার (৫০), এবং ভ্যানে থাকা এক শিশু, চালক ও অপর এক যাত্রী।

 

আরও পড়ুন: নড়াইলের নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব ও অপু মোটরসাইকেলযোগে নড়াইলের গোবরা থেকে শিকিরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইল ফিরছিলেন ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ণ বিশ্বাস। গোবরা সোনাডাঙা মসজিদের মোড়ে পৌঁছালে সাকিব ও অপুর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর মোটরসাইকেল ও ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত অপুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন