শুক্রবার (৩১ অক্টোবর) সকালে থেকে নড়াইল সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জটিল ও কঠিন রোগে আক্রান্ত সেবা প্রত্যাশীদের।
দিনব্যাপী চলা বিনামূল্যের ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীর সেবা দেয়া হয়। ক্যাম্পে ট্রমা, অর্থোপেডিক্স, গাইনি রোগ, মেডিসিন কনসালটেন্ট, গ্যাস্ট্রোলোজি, নিউরো মেডিসিন, ডেন্টাল, শিশু রোগ, বক্ষব্যাধি চিকিৎসা ছাড়াও উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা বিশেষজ্ঞ চিকিৎসক চোখের চিকিৎসা দিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাক্ষাৎ ছাড়াও বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়সহ রক্তের গ্রুপ নির্নয় ব্যবস্থার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
তানহা নামের এক সেবা গ্রহীতা বলেন, খবর শুনে আমরা পরিবারের সবাই এসেছি ডাক্তার দেখাতে৷ বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের দেখেছেন, আবার ফ্রি ওষুধ ও দিয়েছেন। এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প সব জায়গায় করলে আমাদের জেলার সবাই চিকিৎসা সেবা পাবে।
ষাটোর্ধ ইলিয়াস বলেন, 'মাইকে কয়েকদিন ধরে শুনছি বড় বড় ডাক্তার আসবেন, আবার নাকি ফ্রী ওষুধ দেবেন। আজ এসে দেখি সত্যি তাই। যেসব ডাক্তার রোগী দেখছেন এনাদের ভিজিট তো অনেক টাকা দিয়ে প্রাইভেট হাসপাতালে দেখাতে হয়। ফ্রি তাদের(ডাক্তার) দেখাইছি, আর ওষুধ ও এখান থেকে দিয়েছে। আমার মতো যারা আসছে সবাই সন্তুষ্ট।'
আরও পড়ুন: সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো নৌবাহিনী
এদিকে নড়াইল সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. দীপঙ্কর কুমার বলেন, অনেক হতদরিদ্র রোগী আছেন যারা নিজেদের প্রাপ্য চিকিৎসা সেবা টুকু ও ঠিকমতো পাচ্ছেন না। মূলত তাদের জন্য ই আমরা বিভিন্ন বিভাগের ১২ জন চিকিৎসক দিনব্যাপী সেবা দিয়েছি। সকল ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে হতদরিদ্র ৩০ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়েছে। তাদেরকে পরবর্তীতে বেসরকারি ক্লিনিক ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালে বিনামূল্যে সার্জারি করা হবে। সবার জন্য কিছু করতে পারাটা অনেক আনন্দের।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজক ও ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দীপ বিশ্বাস সুদীপ বলেন, জেলার দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রতি মাসের ধারাবাহিকতায় আমাদের বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দেড় হাজার রোগী দেখেছেন। তিনটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ সরবরাহ করেছেন। হতদরিদ্র ও গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প জেলার বিভিন্ন অঞ্চলে আমরা নিয়মিত আয়োজন করব। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষগুলোকে ও চিকিৎসা সেবার আওতায় আনা আমাদের মূল উদ্দেশ্য।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·