নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম

৩ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (নড়াইল সদর-কালিয়া) আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। জাহাঙ্গীর আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রাথমিক প্রার্থী তালিকায় নাম থাকা বিশ্বাস জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


এ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আমেরিকা বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট; জিয়া সাইবার ফোর্সের জেলা সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন; যুক্তরাষ্ট্র টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জহির; জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজাসহ বেশ কয়েকজন।

 

আরও পড়ুন: অনৈক্যের মাঝেই ভোটের হাওয়া


তবে নড়াইল-২ আসনের প্রার্থী এখনো ঘোষণা করেনি বিএনপি।


সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নড়াইল-২ আসনের মনোনয়ন হোল্ড রাখা হয়েছে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,  ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদসহ জেলা বিএনপির বেশ কয়েকজন নেতা রয়েছেন দৌড়ে।


এদিকে নড়াইল -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম মুঠোফোন সময় বলেন, ‌‌‘বিএনপি নড়াইল-১ আসনে তার ওপর আস্থা রেখেছেন বলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি। তিনি তৃণমূলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এক হয়ে কাজ করে জাতীয় নির্বাচনে দলটিকে নড়াইলের আসনটি উপহার দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।’

 

বিএনপির প্রার্থীদের সম্পূর্ণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন