নোয়াখালীর মাইজদী হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

৩ সপ্তাহ আগে
নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার (১১ জানুয়ারি) রাতের এ ঘটনায় পুড়ে গেছে অন্তত ২৫টি দোকান। তবে, আগুন লাগার কারণ ও এর ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি।

 

স্থানীয়রা জানান, নোয়াখালীর মাইজদী হকার্স মার্কেটের পেছনের একটি দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের নুপুর মার্কেট, লাকী স্টোর, বেলাল ক্রকারেজ, বাটাসহ আরও ২০ থেকে ২৫টি দোকানে।

 

খবর পেয়ে, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়। তাদের দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আরও পড়ুন: নোয়াখালীর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

 

ব্যবসায়ীরা জানান, হর্কাস মার্কেটটি বহুতল ভবন নির্মাণের জন্য এরই মধ্যে ঠিকাদার ও ডেভেলপার নিয়োগ করেছে মালিক সমিতি।

 

নোয়াখালী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হালিম পাশা বলেন, ‘আগুন অন্যদিকে যাতে না বাড়তে পারে সেই চেষ্টা করছি আমরা। পরবর্তীতে আমরা সার্চ করে বের করতে পারব যে আগুনটা কোথা থেকে লেগেছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন