নোয়াখালীতে যুবদল কর্মীকে জবাই ও গুলি করে হত্যা

১ সপ্তাহে আগে
নোয়াখালীর বেগমগঞ্জে কবির হোসেন (৩৫) নামে এক যুবককে জবাই ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন স্থানীয় হাজী বাড়ির নুর নবীর ছেলে।

 

স্থানীয়রা জানায়, কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর তিনি এলাকার বাইরে ছিলেন। মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে একদল দুবৃর্ত্ত সিএনজি থেকে প্রথমে পায়ে ও পেটে গুলি করে পরে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

 

আরও পড়ুন: নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২

 

তবে তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছুই বলতে পারেননি তারা।

 

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।



 

]]>
সম্পূর্ণ পড়ুন