নোয়াখালীতে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

২ সপ্তাহ আগে
দেশের অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসন, সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন দুই দফা দাবিতে নোয়াখালীতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা।

সসোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নোয়াখালী জেলা জজ কোর্ট প্রাঙ্গণে কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কাজ বন্ধ রেখে অবস্থান করেন।

 

পরে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সেখানে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।


আরও পড়ুন: দেশজুড়ে কর্মবিরতি পালন করলেন নিম্ন আদালতের কর্মচারীরা


এ সময় বক্তারা জানান, ২০১৮ সাল থেকে অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবি তথা-বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি তৈরির দাবি জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন