নোয়াখালীতে তারাবির নামাজ পড়তে গিয়ে খুন, প্রধান আসামি গ্রেফতার

৩ সপ্তাহ আগে
নোয়াখালীর সুধারাম থানার দাদপুর ইউনিয়নে শিশু রায়হান (১৬) হত্যাকাণ্ডের প্রধান আসামি মারুফ হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে রায়হান তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়। নামাজ শেষে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন বুধবার (২৬ মার্চ) তার ভাই শান্ত ফেসবুকে একটি নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেন। এরপরই এক অজ্ঞাত ব্যক্তি (পরবর্তীকালে শনাক্ত হওয়া মারুফ হোসেন) ফোন করে রায়হানের মুক্তির জন্য ১৫ লাখ টাকা দাবি করেন।

 

এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইবার ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনকলটি শনাক্ত করে। অভিযুক্ত মারুফ হোসেনকে গ্রেফতার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

 

আরও পড়ুন: শরীয়তপুরে দুই ব্যবসায়ীকে অপহরণ, ৩ পুলিশ সদস্যসহ আটক ৪

 

মারুফ জানান, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে রায়হানকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করে হত্যা করে। পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে রায়হানের মরদেহ একটি সেফটি ট্যাংকে ফেলে দেয়া হয়।

 

পুলিশ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঘটনাস্থল থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের বাবা আলমগীর হোসেনের দায়ের করা এজাহারে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

আরও পড়ুন: টেকনাফের মানবপাচারকারী চক্রের প্রধান কেফায়েত অস্ত্রসহ গ্রেফতার

 

নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানান, দ্রুত তদন্তের মাধ্যমে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন