মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পরিচালিত অভিযানে বেগমগঞ্জ মডেল থানাধীন নানুপুর গ্রামের শহিদ উল্লার নতুন বাড়ি থেকে মো. ফয়েজ আহমেদ (৩৬)কে ১টি পিস্তল, ৪ রাউন্ড বুলেট ও ৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
একইদিন নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাস টার্মিনাল এলাকা থেকে মো. সাগর (২৭), মো. সালাউদ্দিন (৫৬) ও মো. আব্দুল করিমকে ১.৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন: ১০ কোটি টাকা আত্মসাৎ করে পালালেন ব্যাংক ম্যানেজার
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানিয়েছেন, ‘যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও অস্ত্রসহ গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।’
]]>
৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·