সোমবার (১১ মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুদ্দিন আহমদ ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবদুল কাইয়ুম দিদার যৌথ স্বাক্ষরে ফলাফল ঘোষণ করেন।
সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৮০ জন ভোটারের মধ্যে ২৩৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট আবদুল হক ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে অ্যাডভোকেট এবিএম মাজেদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১৬ ভোট পেয়ে অ্যাডভোকেট আশরাফুল মায়মুন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গাউন পরতে হবে আইনজীবীদের
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট শামছুদ্দিন আহমদ বলেন, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল প্রার্থী ও ভোটাররা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখায় সবাইকে ধন্যবাদ জানাই।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিজয়ীদের ফুল দিয়ে অভিনন্দন জানান।