বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় কনফারেন্স রুমে শহীদ পরিবার ও আহতদের মাঝে এ অনুদানের চেক তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ১৪টি শহিদ পরিবারের উত্তরাধিকারীদের মাঝে পরিবার প্রতি ১০ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র, ১০ জন ‘এ’ ক্যাটাগরি আহতদের মাঝে জনপ্রতি ২ লক্ষ টাকা এবং ৪০ জন ‘বি’ ক্যাটাগরি আহতদের মাঝে জনপ্রতি ১ লাখ টাকার আর্থিক অনুদানের ১ম পর্বের চেক বিতরণ করেন।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে আহত ১২২ জনকে ঈদ উপহার দিলেন ইঞ্জিনিয়াররা
সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল, নোয়াখালী সেনাবাহিনী ক্যাম্পের লে. তানভীর আহমেদ, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, ছাত্র সমন্বয়ক মো. আরিফুর রহমান ও ফরহাদুল ইসলামসহ বিভিন্ন সংবাদমাধ্যম কর্মীরা।