নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

৬ দিন আগে
নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মেহেদী হাসান মিরাজ। পরিবারের পাশে থাকতে বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন টাইগার অলরাউন্ডার। সূত্র মতে, গতকাল মিরাজের ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিবি।

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য দুই সপ্তাহ আগে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। গত ৬ আগস্ট থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে সেই দল। এক সপ্তাহ ফিটনেস ক্যাম্পের পর মিরপুরে ৩ দিন হয়েছে স্কিল ট্রেনিং সেশন। ক্যাম্প বাকি অনুশীলন করবে সিলেটে। সেই ক্যাম্পের জন্য আজ (১৯ আগস্ট) সিলেটে যাবে দল।

 

২৫ সদস্যের দলে আছেন মিরাজও। তবে ওয়ানডে অধিনায়ক যাচ্ছেন না সিলেটে। সূত্র জানিয়েছে, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন মিরাজ এবং তার স্ত্রী। আর তাই এই সময়টা স্ত্রীর পাশে থাকতে চাইছেন টাইগার অলরাউন্ডার। বিসিবিও মেনে নিয়েছে মিরাজের আর্জি। সিলেটের ক্যাম্প এবং নেদারল্যান্ডস সিরিজের সময়টা ছুটিতে কাটাবেন তিনি।

 

আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে ডাচদের। এর আগের সময়টা স্কিল ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা।

 

এদিকে, আজ ঢাকা ছাড়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি কর্তারা। সব পরিচালকদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন গতকালই দেশে ফেরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

 

বৈঠকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা এক সদস্য। ক্রিকেটারদের চিকিৎসা সেবা, ভেন্যু বাড়ানোর বিষয়ে আলোচনা করার পাশাপাশি ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম কম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি নিজেই সেখানে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও একটি প্রেজেন্টেশন দেয়া হয়েছে।  

 

এছাড়া, মিরপুর স্টেডিয়ামের কাছাকাছি একটি সুইমিংপুল স্থাপন করা যায় কিনা সেই চেষ্টার কথা হয়েছে। আগামী বছর ডিপিএলের খেলা রমজান মাসে পড়বে। তাই সাভারে খেলা অনেকের জন্যই দূরে হয়ে যায়। ঢাকার বাইরে ভেন্যু করা যায় কিনা সেই আলোচনাও হয়েছে এই বৈঠকে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন