পরে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, খাইরুল ইসলাম (২২), মিজানুর রহমান (২৫), রুবেল মিয়া (৩৫), আমিনুল ইসলাম (২৫), আজিজুল হক (২০), সাকিল মিয়া (২২) ও নিজাম উদ্দিন (২৬)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
সাজাপ্রাপ্ত ৬ জন জরিমানা পরিশোধ করলেও নিজাম উদ্দিন অর্থদণ্ডের জরিমানা পরিশোধ না করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মোবাইল কোর্ট পরিচালনা করে এ রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। সেইসঙ্গে ১ হাজার ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়। যা নিলাম ডেকে বিক্রি করা হবে।
জানা গেছে, সীমান্ত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল একটি চক্র। এরই ধারাবাহিকতায় সকালে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার পুলিশ কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘উপজেলার সীমান্ত ইউনিয়ন রংছাতির ডাইয়ারকান্দা গ্রাম থেকে মহাদেও নদীর বালু অবৈধভাবে পাচার হচ্ছিল। এমন খবরে আমাদের টিম অভিযান পরিচালনা করে তাদের কলেজ গেট এলাকায় আটক করতে সক্ষম হয়। পরে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের সাজা দেন।’
আরও পড়ুন: নড়াইলে প্রতিবেশীকে হত্যার দায়ে নারীসহ ৩ জনের যাবজ্জীবন
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিল।
খবর পেয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ছয়জনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।