নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
নেত্রকোনার মদনে গাছে একসঙ্গে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে দুজন ঝুলছিল। তবে হত্যা নাকি আত্মহত্যা তা বলতে পারছে না কেউই।


পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই দম্পতি হলেন, উপজেলার বাঁশরি কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২৫) ও তার স্ত্রী লিমা আক্তার (২২)।

আরও পড়ুন: নওগাঁয় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশরী কান্দাপাড়া গ্রামের আজিজুল ইসলামের সঙ্গে মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের চান মিয়ার মেয়ে লিমা আক্তারের পারিবারিকভাবে গত সাত মাস আগে বিয়ে হয়।
হঠাৎ বিকেলে বাড়ির লোকজন দুজনকেই বাড়ির সামনের পুকুর পাড়ে রেইন্ট্রি গাছে ঝুলতে দেখে। পাড়া প্রতিবেশী গিয়ে থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


আজিজুলের মা আদিনা আক্তার বলেন, ‘বিকেলে বৌমাকে খুঁজে ঘরে আসি। না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির সামনে পুকুরপাড়ের রেইন্ট্রি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’ 


মদন থানার ওসি নাঈম মো. নাহিদ হাসান জানান, আজিজুল রাজমিস্ত্রীর কাজ করে। তাদের দুজনের চট্টগ্রাম পোশাক কারখানায় যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। কিন্তু আজ খবর পেয়ে ঝুলন্ত লাশ দুটো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভুট্টাক্ষেতে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী আটক

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন